মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫

লাকসামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Food production in unsanitary conditions in Laksam, Fined Tk 1 lakh
লাকসামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ১ লাখ টাকা জরিমানা/প্রেস রিলিজ

কুমিল্লার লাকসাম উপজেলার কাদ্রা এলাকায় মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি, পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, অভিযানের সময় ‘মদিনা ফুড প্রডাক্ট’ নামক চানাচুর, বেকারি ও শিশু খাদ্য তৈরির কারখানায় মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি। এছাড়া, সরেজমিনে তেল কিটের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, সেখানে পোড়া তেল দিয়ে শিশু খাদ্য ভাজা হচ্ছিল। একই সাথে, কারখানার ভেতরে খাবার সংরক্ষণ ও প্রস্তুতির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

আরও পড়ুন