বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

রাতের তাপমাত্রা কমতে পারে ১–২ ডিগ্রি, আসছে জাঁকানো শীত!

রাইজিং কুমিল্লা অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে এখন কুয়াশার দেখা মিলছে। শীতের আমেজ আগামী দিনগুলোতে আরও বাড়তে চলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আগামী পাঁচ দিন (১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা) সারাদেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

তবে, এই সময়ের মধ্যে বিশেষ করে আগামীকাল থেকেই রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যেই তাপমাত্রা কমার এই পূর্বাভাস এলো।

প্রতিষ্ঠানটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ ছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূতও হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন থেকেই সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবারের (২০ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।

তৃতীয় ও চতুর্থ দিনও একই ধরনের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিনে রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সম্ভাবনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন