অক্টোবর ১১, ২০২৪

শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪

FBCCI এর পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান আর নেই

Masud Parves Khan is no more march 6. 2023. ছবি: সংগৃহীত

কুমিল্লার বর্ষিয়ান নেতা প্রয়াত আফজল খানের পুত্র ও কু‌মিল্লা চেম্বার অব কমার্সের সভাপ‌তি, এফ‌বিসি‌সিআই প‌রিচালক মাসুদ পারভেজ খান (ইমরান) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নগরীর ঠাকুরপাড়ার বাসায় ঘুমের মধ্যেই গত সোমবার মারা গেছেন বলে জানান তাঁর বোন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

ইমরানের জানাজা রাত ৯টায় জেলা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে ঠাকুরপাড়া কবরস্থানে শায়িত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।