নভেম্বর ১৮, ২০২৪

সোমবার ১৮ নভেম্বর, ২০২৪

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন শুরু আজ

The US pre-election observer mission begins today
মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন শুরু আজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাইয়ে আজ রোববার ঢাকায় মিশন শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ছয় সদস্যের প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

জানা যায়, সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও জানান, রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে কোনো ইতিবাচক দিক, উদ্বেগ বা শঙ্কার কিছু থাকলেও সেটি যুক্তরাষ্টের স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করা হবে। এ ছাড়া মার্কিন এই পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না।