জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: সরকারি বেতার-টেলিভিশনের স্বায়ত্তশাসন দাবি সম্পাদকদের

RisingCumilla.Com - Meeting with Chief Adviser- Editors demand autonomy of state radio-television
ছবি: সংগৃহীত

সরকারি রেডিও চ্যানেল বাংলাদেশ বেতার ও টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসন দাবি করেছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকেরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে এ দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন সম্পাদকেরা।

এ সময় সাংবাদিকতা বিরোধী সব কালাকানুন বাতিলের দাবি জানানো হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে মামলা করা হচ্ছে, তা বন্ধের দাবিও করা হয়েছে।

বৈঠক শেষে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করার দাবি জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সম্পাদকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

দ্য ডেইলি স্টারের সম্পাদক আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তারা উৎসুক বাংলাদেশকে সহায়তা করতে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা জাতি ঠিক করবে। এ বিষয়ে গণমাধ্যমে লেখালেখি করতে হবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে মিডিয়ার স্বাধীনতা বিশ্বাস করেন। মিডিয়াবান্ধব যদি কোনো সরকারপ্রধান আমরা পেয়ে থাকি, তাহলে আমরা এখন পেয়েছি। আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত।