অক্টোবর ২৩, ২০২৪

বুধবার ২৩ অক্টোবর, ২০২৪

নির্বাচন ব্যবস্থা সংস্কারে যেভাবে আপনার মতামত জানাবেন

Bangladesh Election Commission (EC)
বাংলাদেশ নির্বাচন কমিশন। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

আগামী ১৫ নভেম্বরের মধ্যে সবাইকে পরামর্শ, মতামত ও প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

নির্বাচন ব্যবস্থা সংস্কারে মতামত আহ্বান সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী।

এ পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে আপনার, আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই–মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আপনার মতামত [email protected]–এই ই–মেইল ঠিকানা, বা এই https://erc.ecs.gov.bd ওয়েবসাইট অথবা এই www.facebook.com/ercbd2024 ফেসবুক পেজে জানাতে পারেন।