নভেম্বর ১৭, ২০২৪

রবিবার ১৭ নভেম্বর, ২০২৪

নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই: সিইসি

Chief Election Commissioner Kazi Habibul Awal
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখনও প্রত্যাশিত অনুকূল পরিবেশ তৈরি হয়নি।

নির্বাচন সামনে রেখে দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। কমিশনের কাজ সহজ হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার সংলাপ হয়েছে। যেসব দল আসতে চায় নি, তাদেরও সংলাপের আসার আহ্বান জানানো হয়েছে। মাঠে বিরাজমান সমস্যার নিরসন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।”

নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি। তবে সময়মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইসি।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিক শিবির দুই ভাগে বিভক্ত। একদল বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে অবস্থান নিয়ে সরকার পতনের আন্দোলন করছে। অন্যদল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অনড় থাকার পক্ষে।