ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট। ছবি: সংগৃহীত

বঙ্গবাজারের পর এবার ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমকে জানান, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮ করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

ঘুম থেকে উঠেই মার্কেটে অগ্নিকাণ্ডের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসছেন ব্যবসায়ীরা। এ সময় হাউমাউ করে কাঁদতে দেখা গেছে অনেককে।