নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
শপথ গ্রহণের মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন সম্পন্ন করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার (৯ আগস্ট) জারি করেছে।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান। ঢাকার বাইরে থাকার কারণে বাকি তিনজন উপদেষ্টা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।