
আগামী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টি হতে পারে। একই সাথে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিশেষ করে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এক সতর্কবার্তায় জানান, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই চার বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারী) এবং কিছু কিছু জায়গায় ১৮৮ মিলিমিটারের বেশি (অতি ভারী) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবারও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক স্থানে একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে ওইদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৭টি জেলায় ঝড় হতে পারে বলে আরেকটি সতর্কবার্তায় জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। জেলাগুলো হলো: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।