মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

দেশের চলমান তাপপ্রবাহ ছুঁতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত

RisingCumilla - Hot Summer
প্রতীকি ছবি/সংগৃহীত

দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার দেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হবে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এই তাপপ্রবাহ আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে। আজ রাজশাহী ও খুলনা অঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল শুক্রবার সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর পাশাপাশি সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন