সোমবার ২৯ সেপ্টেম্বর, ২০২৫

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা, সাগরে ফের লঘুচাপের আশঙ্কা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Heavy rain likely in parts of the country, risk of low pressure over the sea again
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা, সাগরে ফের লঘুচাপের আশঙ্কা/ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের প্রায় সব বিভাগে এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে (৪৯ মিলিমিটার)। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে (২২.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে (৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস)।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর দুর্বল হয়ে বর্তমানে মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর অপেক্ষাকৃত দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন