রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

দেশজুড়ে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - winter
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি জানান, আজ রোববার থেকেই দেশব্যাপী ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সূচনা হতে পারে। বিশেষ করে আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে দেশের অধিকাংশ জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর আগামীকাল সকাল ১০টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জেলায় দুপুর ২টা পর্যন্তও কুয়াশা বিরাজ করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম শুরু হতে পারে। এ সময় অনেক জেলার সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৬টার দিকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৭টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে ভারি মাত্রার কুয়াশা অতিক্রম করার প্রবল আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

ময়মনসিংহ বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সিলেট ও বরিশাল বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন