জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

ছেলের জন্মদিনে নুসরাতের আবেগঘন বার্তা

Nusrat's emotional message on her son's birthday
ছেলের জন্মদিনে নুসরাতের আবেগঘন বার্তা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী নুসরাত জাহানের ছেলে ঈশানের দেখতে দেখতে ২বছর হয়ে গেছে। ছেলের জন্মদিনের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এ অভিনেত্রী। দিয়েছেন আবেগঘন পোস্ট।

ছেলের জন্মদিন নিয়ে কেকের ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, ‘জঙ্গলবুক’-এর থিমে সাজানো হয়েছে কেক।ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ঈশানের ২ বছর। আপনাদের আশীর্বাদ চাই।’

জানা যায়— যশ দাশগুপ্তের নাম। পরে যখন ঈশানের নাম নথিভূক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান নুসরাত তখন সব জল্পনার অবসান হয়।বর্তমানে নুসরাত-যশ একসঙ্গেই থাকছেন। প্রতিদিন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন। সুখী জীবনযাপন পালন করছেন তারা