রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-১০ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Mobasher Alam
মোবাশ্বের আলম/ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়া কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা পুনর্বহাল করেছেন হাইকোর্ট।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অপরদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।

এর আগে, যাছাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই আবেদনের দীর্ঘ শুনানি শেষে আজ আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেন।

আদালতের এই রায়ের খবর কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় পৌঁছালে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা এই রায়কে ‘ন্যায়ের জয়’ হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন