রবিবার ১৩ জুলাই, ২০২৫

কুমিল্লার লালমাইয়ে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা, এক লক্ষ টাকা জরিমানা

Fake doctor in Lalmai, Comilla, fined Tk 1 lakh for providing treatment

এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রতারণামূলকভাবে ‘ডা.’ পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলায় এক নারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) লালমাইয়ের ভুশ্চি বাজারে পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, দণ্ডপ্রাপ্ত মোছা: আছিয়া খাতুন (৪৩) নামের ওই নারী এমবিবিএস বা অন্য কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে আর কখনো প্রতারণামূলকভাবে ‘ডা.’ পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাদী ও তার দল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সৈয়দ হাবিবুল ইসলাম এবং ভুশ্চি ফাঁড়ি পুলিশ।

উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন