নভেম্বর ৪, ২০২৪

সোমবার ৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় পাসের হার কমেছে, জিপিএ-৫ পেয়েছে ৫৬৫৫ জন

Students cheer after knowing the results
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ। এই শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৬৫৫ জন। ফলাফল বিশ্লেষণে যা গত দুই বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। তবে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় অফিসিয়ালি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ১০ হাজার ৬৫৫ জন। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩৭০ জন। যা মোট ফলের ৭৫ দশমিক ৩৪ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৫ জন। যা মোট জিপিএ-৫ এর ছয় দশমিক ৭৮ শতাংশ।

 ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, যা গত দুই বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ২৪ জন। এ ছাড়া ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ। আর জিপিএ-৫ ছিল ১৪ হাজার ১৬২ জন।ছেলেদের তুলনায় ফলাফলে এগিয়ে মেয়েরা

চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৪৬ হাজার ৯৮৫ জন ছেলে ও ৬৩ হাজার ৬৭০ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৭৭ জন ছেলে ও ৪৯ হাজার ১৯৩ জন মেয়ে পাস করেছে। এবং জিপি-৫ পেয়েছে দুই হাজার ১৩২ জন ছেলে ও তিন হাজার ৫২৩ জন মেয়ে শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘অনলাইনে ফল প্রকাশ হয়েছে। কিন্তু অফিসিয়ালি আমরা বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।’