ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গুলি উদ্ধার

RisingCumilla.Com - 28 weapons-667 rounds of ammunition recovered from police station in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮ অস্ত্র ও ৬৬৭ গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি। বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে উদ্ধার হওয়া এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইনসে জমা দেওয়া হবে।

সোমবার (১২ আগস্ট) এই তথ্য জানিয়েছেন আনসার ভিডিপির কুমিল্লা জেলা আনসার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে এগুলো কুমিল্লা পুলিশ লাইনসে জমা দেওয়া হবে।

আনসারের কুমিল্লা জেলা অফিস সূত্রে জানা যায়, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইনস থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেন। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮ আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১ ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায়, ড্রেনের ভেতর ও বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং মসজিদের মাইকে প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বলেন, শুধু কুমিল্লায় নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছেন।