মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Quran recitation and prayers for Khaleda Zia's recovery in Comilla
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া/ছবি: রাইজিং কুমিল্লা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ধারাবাহিক উদ্যোগে ৫ম দিনের মতো কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে এ উপলক্ষে নগরীর বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে কোরআন খতম শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা এবং জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানীসহ দলীয় নেতৃবৃন্দ।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত বিএনপি নেতারা বলেন, হাজী ইয়াছিনের এই ধারাবাহিক দোয়া মাহফিল ও মানবিক উদ্যোগ কেবল রাজনৈতিক নয়, বরং এটি মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ। তারা জানান, বেগম জিয়া পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এই প্রার্থনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন