মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

এনআইডির ৭টি সংশোধন সেবা স্থগিত, চালু থাকছে ৫টি সেবা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - nirbachon commission
নির্বাচন কমিশন/ছবি: রাইজিং কুমিল্লা কোলাজ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন নিবন্ধন সেবা বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা চূড়ান্ত করার অংশ হিসেবে আপাতত এনআইডির মোট ৭টি গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সিনিয়র সচিব জানান, ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিম্নোক্ত ৭টি বিষয়ের সংশোধন গ্রহণ করা হবে না— ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি পরিবর্তন।

তিনি বলেন, ভোটার তালিকা ফাইনাল হওয়ার পর এসব সেবা পুনরায় চালু করা হতে পারে।

তবে নাগরিকদের দুর্ভোগ কমাতে কিছু এনআইডি সংশোধন সেবা চালু রাখা হয়েছে। এগুলো হলো— স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও ধর্ম (প্রযোজ্য ক্ষেত্রে)।

বিশেষত আয়কর রিটার্ন সংক্রান্ত জটিলতার কারণে মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে বলে জানান সচিব।

আখতার আহমেদ আরও বলেন, নতুন এনআইডি নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চালু আছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য নির্দিষ্ট কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছে।

যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধিত হয়েছেন, শুধু তাদের নাম আসন্ন ভোটার তালিকায় যুক্ত হবে। ৩১ অক্টোবরের পরে ১৮ বছর পূর্ণ করলেও তারা এখনকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।

প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

সিনিয়র সচিব জানান, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত তদন্ত প্রতিবেদনগুলো পর্যায়ক্রমে কমিশনের কাছে আসছে। প্রতিবেদন হাতে পেলেই তা জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন