জানুয়ারি ১, ২০২৫

বুধবার ১ জানুয়ারি, ২০২৫

এই কোম্পানি পেল দেশের এক নম্বর মোবাইল ফোনের স্বীকৃতি

Rising Cumilla - This company was recognized as the number one mobile phone in the country

দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। বৃহস্পতিবার ১৬তম বেস্ট অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জমকালো অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। এনসার্চ লিমিটেডের অংশীদারত্বে আয়োজনের সহযোগী ছিল দ্য ডেইলি স্টার।

শাওমি তার পথচলার শুরু থেকেই গ্রাহক-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে পরিচিত। কোম্পানিটি তাদের ফ্যানদের চাহিদা ও মতাতকে গুরুত্ব দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে থাকে। ব্র্যান্ড ফোরামের এই ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ শাওমিকে উদ্ভাবনী প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড হিসেবে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।

পুরস্কার সম্পর্কে অনুভূতি প্রকাশ করে, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই পুরস্কার অর্জন করতে পেরে আমরা গর্বিত। পণ্য ও সেবাগ্রহণের ক্ষেত্রে ফ্যানদের ভালোবাসাই শাওমিকে আজ এ জায়গায় নিয়ে এসেছে। শাওমি এমন একটি ব্র্যান্ড যারা পণ্য ও সেবাপ্রদানের মাধ্যমে গ্রাহকদের নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। এই পুরস্কার আমরা আমাদের লয়্যাল শাওমি ফ্যান ও পার্টনারদের উৎসর্গ করছি, যারা আমাদের যাত্রায় সবসময় পাশে ছিল।”

বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে, এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এই জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়। সমান শতাংশের নারী ও পুরুষ নিয়ে মোট ১০ হাজার জনের সাক্ষাৎকার নেওয়া হয় এতে। জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের (ব্র্যান্ড সেলিয়েন্স, প্রেফারেন্স, রেকমেন্ডেশন ও ইনোভেশন) মতো বিষয়গুলো বিবেচনা করা হয়।

শাওমির সাফল্যের ভিত্তি হলো প্রতিষ্ঠানটির উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে মানসম্মত পণ্য সরবরাহ করা। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে শাওমি রেডমি ১৩সি বিশ্বের শীর্ষ ১০টি বিক্রিত স্মার্টফোনের মধ্যে স্থান করে নেয়। পাশাপাশি, শাওমি ফ্যানদের মাঝে গুঞ্জন আছে, খুব শীঘ্রই শাওমি তার সবচেয়ে জনপ্রিয় শাওমি রেডমি নোট সিরিজের নেক্সট জেনারেশন বাংলাদেশে উন্মোচিত করবে। গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে মানসম্মত ও বাজেট সুলভ পণ্য প্রদানের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে শাওমি দেশের মোস্ট লাভড বা নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করে।

২০০৮ সাল থেকে বাংলাদেশে উপস্থিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ড গুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা। দেড় দশকের অধিক সময়ের ধারাবাহিকতায় আয়োজনটি হয়ে উঠেছে দেশের শীর্ষ ব্র্যান্ডিং সম্মাননা। দেশে প্রচলিত সেরা ব্র্যান্ডগুলোর একনিষ্ঠ প্রচেষ্টায় অর্জিত সাফল্যকে উদযাপনের লক্ষ্যেই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজিত হয়।