
দেশের উত্তরাঞ্চল এবং উজানে আগামী সাত দিনে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উত্তরের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং উজানে ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বিহার প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে। এ সময় এসব অঞ্চলে স্থানভেদে প্রতিদিন মোট ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বাড়তে পারে। এ সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
একই সাথে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই-কংস নদীর পানিও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও, আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানিও বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।