নভেম্বর ৮, ২০২৪

শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪

ইসরায়েলি হামলায় কুমিল্লা মেডিকেলের ফিলিস্তিনি শিক্ষার্থীর মা মারা গেছেন

The mother of a Palestinian student of Cumilla Medical College was killed in an Israeli attack
ইসরায়েলি হামলায় কুমিল্লা মেডিকেলের ফিলিস্তিনী ছাত্রের মা নিহত। ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত ও নির্বিচার হামলায় কুমিল্লা মেডিকেল কলেজের ২৯ ব্যাচের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ ইহসানের মা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ ইহসান ফেসবুক এ তথ্য জানিয়েছেন

তিনি লিখেছেন, আমার জন্য অদেখার অন্তরালে দোয়া করতেন আমার মা শহীদ হয়েছেন, আমার মা যিনি আমার অভিযোগ শুনে ক্লান্ত না হয়ে দিনের কঠোরতা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন এবং আশা ও আশাবাদ ছড়িয়ে দিয়েছেন। আত্মা, আমার মা- যে আমার বোকামি সত্ত্বেও আমাকে সহ্য করেছে, আমার মা যে আমার পরবাসে আসার জন্য অপেক্ষা করেছিল এবং আমি একজন ডাক্তার ছিলাম, আমার মা শহীদ হয়েছিল এবং আমি বঞ্চিত হয়েছিলাম তার বিদায় থেকে, কিন্তু পৃথিবীতে দেখা হতে বঞ্চিত হলেও আমাদের দেখা হোক মিটিং উঁচু হওয়ার পর স্বর্গে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।