রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

আগামী পাঁচ দিন শীত কেমন পড়বে? যা জানাল আবহাওয়া অফিস

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - winter
ছবি: সংগৃহীত

সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানান, বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রাজধানী ঢাকায় বর্তমানে উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ও দিনের উভয় তাপমাত্রাই সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

এদিকে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে—১০ ডিগ্রি সেলসিয়াস।

শুষ্ক আবহাওয়া ও ভোরের কুয়াশার কারণে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন