মে ২৫, ২০২৫

রবিবার ২৫ মে, ২০২৫

অনলাইন ও কাউন্টার ছাড়া ট্রেনের টিকিট না কেনার আহ্বান

অগ্রিম রেল টিকিট ঘরে বসেই পেয়েছেন যাত্রীরা, নীরব কামলাপুর
অগ্রিম রেল টিকিট ঘরে বসেই পাবেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং টিকিট কালোবাজারি ও প্রতারণা রুখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা এবং স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় যেকোনো প্রতারণার দায়ভার সংশ্লিষ্ট যাত্রীর ওপরই বর্তাবে।

গতকাল শুক্রবার (২৩ মে) এক তথ্য বিবরণীতে রেলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বুধবার থেকে শুরু হয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত ৭ দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম চলবে। এই সময়ে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

উল্লেখ্য, এবারের ঈদযাত্রায়ও শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি করা হচ্ছে, যা টিকিট প্রাপ্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে। ঈদের সময় ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকায় একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। এই চক্র থেকে নিজেদের সুরক্ষিত রাখতে শুধুমাত্র অনুমোদিত প্ল্যাটফর্ম থেকেই টিকিট কিনুন

আরও পড়ুন