নভেম্বর ১৭, ২০২৪

রবিবার ১৭ নভেম্বর, ২০২৪

৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট, ইভিএম ব্যবহার হবে ২২টিতে

Bangladesh Election Commission (EC)
বাংলাদেশ নির্বাচন কমিশন। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

আগামী ৮ মে দেশের ১৫২টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ১৪০টি উপজেলায় স্বচ্ছ ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ ১৫ এপ্রিল।

বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৪ মে হবে বলে জানানো হয়েছিল। তবে সেই তারিখ পিছিয়ে ৮ মে তারিখ ঘোষণা করল ইসির।

এছাড়া দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে ভোট হবে বলে জানিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।