মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫

৮ বছর ধরে ‘কাজহীন’ ছিলেন সুস্মিতা, এই অবস্থায় যা করেছিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Sushmita Sen
সুস্মিতা সেন/ছবি: সংগৃহীত

রুপালি পর্দার ঝলমলে আলোর নিচে লুকিয়ে থাকা এক কঠিন বাস্তবতার গল্প। তিনি সুস্মিতা সেন, যিনি ১৯৯৪ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন। সেই সুস্মিতা সেনই নাকি দীর্ঘ আট বছর কাজহীন ছিলেন!

সম্প্রতি মিড-ডে ইন্ডিয়ার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সুস্মিতা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের কথা অকপটে বলেছেন।

এই সাক্ষাৎকারেই তিনি প্রকাশ করেন যে, দীর্ঘ ৮ বছর ধরে তিনি কোনো কাজের প্রস্তাব পাননি। বলিউডের প্রায় সব বড় তারকার সঙ্গে কাজ করা এবং একের পর এক হিট ছবি উপহার দেওয়ার পরও হঠাৎ করে তার কাজ থেমে যায়। এই কঠিন সময়ে কেউ তাকে সাহায্য করেনি। কোনো প্রযোজক বা পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেননি।

কাজ না পেয়ে একসময় হতাশ হয়ে পড়েন সুস্মিতা। কিন্তু সেই হতাশা তাকে দমাতে পারেনি। তিনি নিজেই উদ্যোগী হয়ে বিভিন্ন বড় ওটিটি প্ল্যাটফর্ম, যেমন— নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং হটস্টারে ফোন করে কাজ চেয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে সুস্মিতার নিজের মুখেই শোনা যায়, “আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, আগে ছিলাম। আর আমি ফিরে এসে আবার কাজ করতে চাই। আমাকে সাহায্য করতে হবে, কারণ আমি ৮ বছর কোনও কাজ করিনি, এটা খুবই দীর্ঘ সময়।”

তিনি আরও বলেন, “আমি নিজে মানুষকে ফোন করে কাজ চেয়েছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের কতটা প্রয়োজন, কতটা খিদে রয়েছে, আমি কাজ করতে চাই, আমি কাজ চাইছি।” এই কঠিন সময়টায় নিজের ধৈর্য এবং আত্মবিশ্বাসকে ধন্যবাদ জানান সুস্মিতা। তার মতে, এই সময়টা তার মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা ছিল।

আরও পড়ুন