জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

৭৫% উপস্থিতি ও ৪৫% নম্বরের নিচে পেলে উপবৃত্তি বাদ শিক্ষার্থীদের

College student
কলেজ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনায় ষষ্ঠ থেকে দশম ও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বছরে ৭৫% এর কম উপস্থিতি ও ২০২৩ সালের সমাপনী পরীক্ষায় ৪৫% এর কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন না। এছাড়াও বিবাহিত শিক্ষার্থীরাও উপবৃত্তি সুবিধা থেকে বাদ যাবেন।

উপবৃত্তির জন্য অযোগ্য শিক্ষার্থীদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিষ্ক্রিয় করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, ২০২৩ সালের উপবৃত্তির সুবিধাভোগী ষষ্ঠ থেকে দশম শ্রেণির এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা কেউ সমাপনী পরীক্ষায় ৪৫ শতাংশের কম নম্বর পেলে, বছরে গড়ে ৭৫ শতাংশের কম ক্লাসে উপস্থিত থাকলে, শেষ অ্যাকাডেমিক স্তর অষ্টম, দশম বা দ্বাদশ শ্রেণি অতিক্রান্ত করলে, বিয়ে করে ফেললে বা পড়ালেখা ছেড়ে দিলে উপবৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন।

উপবৃত্তির জন্য অযোগ্য শিক্ষার্থীদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে স্ট্যাটাস পরিবর্তন করে নিষ্ক্রিয় করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় স্কুলকলেজের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী উপবৃত্তি পান।