রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

৩ দিনের বিশেষ অভিযানে ফেনীতে ৬০ আসামি গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Feni District Police Superintendent's Office
৩ দিনের বিশেষ অভিযানে ফেনীতে ৬০ আসামি গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে ফেনী জেলা চোরচক্রের সদস্য, ডাকাত, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ৬০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২২ অক্টোবর) থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত তিন দিন ধরে ফেনী জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, “এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে।”

গত শুক্রবার গ্রেপ্তার ২৬ জন: শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ছিনতাইকারীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ছাগলনাইয়া থানা পুলিশ দুই ছিনতাইকারীসহ ৬ জন, সোনাগাজী মডেল থানা পুলিশ ৬ জন, ফেনী মডেল থানা পুলিশ ৭ জন, ফুলগাজী থানা পুলিশ ৩ জন ও দাগনভূঞা থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গ্রেপ্তার ১৬ জন: বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী দলের সদস্য ও পাঁচ মামলার আসামি বেলাল হোসেন সম্রাটসহ (৩২) তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, ফেনী মডেল থানা পুলিশ আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোশারফ হোসেনসহ (৩৩) আরো ৩ জনকে গ্রেপ্তার করে। দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামিসহ ২ জন, ফুলগাজী থানা পুলিশ ২ জন, পরশুরাম মডেল থানা পুলিশ ২ জন ও সোনাগাজী মডেল থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।

বুধবার (২২ অক্টোবর) গ্রেপ্তার ১৮ জন: এর আগে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার মামলার আসামি ও ডাকাত দলের সদস্য শাহাদাত হোসেন রিমনসহ (৩৫) ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

দাগনভূঞা থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারী ও আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, সোনাগাজীতে পরিচালিত অভিযানে ডাকাতি মামলার প্রধান আসামি নূর উদ্দিন শামীম (২৪) গ্রেপ্তার হন ও ছাগলনাইয়ায় মাদক সংক্রান্ত মামলা ও অন্যান্য অভিযোগে পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আরও পড়ুন