বৃহস্পতিবার ৩০ অক্টোবর, ২০২৫

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যে বার্তা দিলেন মেসি

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Lionel Messi
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যে বার্তা দিলেন মেসি/ছবি: ইএসপিএন

ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে, লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনা সমর্থকদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর মেসি বাদে অনেকেই দিলেও, এত দিন তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে এবার ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

মেসি অবশ্য সমর্থকদের জন্য সুখবরই দিয়েছেন। তিনি আভাস দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরে তিনি খেলতে চান। তবে পূর্ণ ফিট থাকলেই কেবল এই মহাতারকাকে বিশ্বমঞ্চে দেখা মিলবে।

২০২৬ বিশ্বকাপ খেলার তীব্র ইচ্ছে পোষণ করে মেসি বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। আর যদি থাকি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

তবে একইসঙ্গে মেসি মনে করিয়ে দিলেন, পূর্ণ ফিট থাকলেই কেবল বিশ্বকাপের মতো বড় আসরে খেলবেন তিনি। তিনি যোগ করেন, ‘আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কি না। আমি দারুণ উৎসাহী। বিশ্বকাপ আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো।’

পারফরম্যান্স বিবেচনায় বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন মেসি। সম্প্রতি এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন তিনি এবং এমভিপি পুরস্কারেরও ফাইনালিস্ট হয়েছেন। তবে আপাতত তার সব মনোযোগ ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোয়। আগামী ২ নভেম্বর প্লে-অফের দ্বিতীয় ম্যাচে লড়বে এই দুই দল। সেই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে মায়ামির সেমিফাইনালে খেলা।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এখন পর্যন্ত ১৯৫টি ম্যাচ খেলেছেন। এই সময়ে আলবিসেলেস্তেদের হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ ১১৪টি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপে তিনি নাম লেখালে সেটি হবে বিশ্বফুটবলের সর্বোচ্চ এই আসরে ষষ্ঠবারের মতো মেসির মাঠে নামা।

আরও পড়ুন