
একজন গ্রাহকের নামে ১০টির বেশি নিবন্ধিত সিম থাকলে, সেগুলো ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন।
এর আগে এই সীমা ছিল ১৫টি। অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করার শেষ সময় আগামী ৩০ অক্টোবর, ২০২৫।
বিটিআরসি সূত্রে জানা গেছে, যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অবশ্যই ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে হবে। যদি এই সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার না করা হয়, তাহলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
এই সিদ্ধান্তটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিটিআরসি দেশের সকল টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকাকে ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে।
আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানতে, যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করুন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) শেষ চারটি সংখ্যা লিখতে বলা হবে। তা সঠিকভাবে প্রবেশ করালে একটি ফিরতি মেসেজে আপনার নামে নিবন্ধিত সকল সিমের সংখ্যা এবং অপারেটরের নাম জানতে পারবেন।