জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

হোটেল রুমে লুকানো ক্যামেরা পেলেন নায়িকা

হোটেল রুমে লুকানো ক্যামেরা পেলেন নায়িকা
হোটেল রুমে লুকানো ক্যামেরা পেলেন নায়িকা। ছবি: সংগৃহীত

কৃতি খরবন্দা দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। কাজ করেছেন একাধিক তেলেগু ছবিতে। এরপর বলিউডেও কাজ করেছেন।

নিজের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানান, হোটেলের এক কর্মী তার রুমে ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন।

অভিনেত্রী বলেন, ‘আমি তখন একটা কন্নড় ছবির শুটিং করছি। হোটেলেরই এক কর্মী আমার ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিল। আমি ও আমার দলের সবারই এই অভ্যাস আছে যে, আমরা ঘরে ঢুকেই আগে পুরো ঘর ভালোভাবে তল্লাশি করি। কোথায় কিছু লুকানো আছে কি না দেখে নেই। তখনই সেট টপ বক্সের পিছন থেকে এই ক্যামেরা খুঁজে পাওয়া গিয়েছিল। বোঝাই যাচ্ছিল, অসৎ উদ্দেশ্য থেকেই এই কাজটা করেছে সে। ওই ঘটনা মনে করলে এখনও ভয় লাগে আমার।’