জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চেয়ে বাইডেনকে ৭৬ হলিউড তারকার চিঠি

A letter from 76 Hollywood stars to Biden asking for Israel's ceasefire with Hamas
জোয়াকুইন ফিনিক্স ও জন স্টেওয়ার্টসহ ৭৬ হলিউড তারকা বাইডেনকে বার্তা পাঠিয়েছেন। ছবি: আল-জাজিরা

হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন হলিউড অভিনেতারা। এদের মধ্যে ছিল কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডের মতো তারকারাও। খবর এএফপির।

৭৬ তারকার এই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদের পবিত্র ভূমির সব মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই। গাজায় বোমা হামলার অবসান এবং জিম্মিদের নিরাপদ মুক্তির আহ্বান জানাই।’ সূত্র: দ্য ডন

চিঠিতে আরও বলা হয়, ‘ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আমাদের নিরবতার গল্প বলতে চাইনা। আমরা বলতে চাইনা, এমন সংকটে আমরা কিছুই করিনি। মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব আমাদের সকলের।’

ইসরাইল প্রসাশনের দেওয়া তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর ইসরাইল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সূত্র: টাইমস অব ইসরাইল