
শব্দদূষণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে এবার কড়া পদক্ষেপ নিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে হাইড্রোলিক, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সংস্থাটি।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী, যানবাহনে তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টিকারী কিংবা পরপর বিভিন্ন সুরের বহুমুখী হর্ন সংযোজন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অননুমোদিত এসব হর্ন শুধু শব্দদূষণই বাড়াচ্ছে না, বরং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ধরনের হর্ন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়।
সাম্প্রতিক সময়ে অনেক মোটরযানে হাইড্রোলিক ও হুটার হর্ন ব্যবহারের অভিযোগ আসছিল, যা নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছিল। এই পরিপ্রেক্ষিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ এই জরুরি পদক্ষেপ গ্রহণ করল।
বিআরটিএ সংশ্লিষ্ট সকলের প্রতি দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ মোটরযান থেকে অননুমোদিত সকল হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে। একই সাথে সতর্ক করে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনে হাইড্রোলিক বা হুটার হর্ন ব্যবহার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।