সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

হলুদেটে ভাব? আর চিন্তা নেই! সাদা বাসন ঝকঝকে করার সহজ উপায় জানুন

হলুদেটে ভাব? আর চিন্তা নেই! সাদা বাসন ঝকঝকে করার সহজ উপায় জানুন
হলুদেটে ভাব? আর চিন্তা নেই! সাদা বাসন ঝকঝকে করার সহজ উপায় জানুন। ছবি: সংগৃহীত

হলুদ একটি জনপ্রিয় মসলা যা অনেক বাংলাদেশী খাবারে ব্যবহৃত হয়। তবে, হলুদ দাগ সরানো বেশ কঠিন হতে পারে, বিশেষ করে সাদা বাসন থেকে।

কিছু সহজ টিপস রয়েছে যা আপনাকে সাদা বাসন থেকে হলুদের দাগ দূর করতে সাহায্য করবে:

টুথ পাউডার: দাঁত মাজার জন্য কী ব্যবহার করেন, পেস্ট না কি পাউডার? ঘরে দাঁত মাজার টুথ পাউডার থাকলে কথাই নেই! আর যদি না থাকে তাহলে কিনে আনুন। কারণ এই জিনিসটি আপনার সাদা বাসনের দাগ তুলতে কাজে দেবে। কী, বিশ্বাস হচ্ছে না? ভেজা বাসনে দাঁত মাজার পাউডার মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন। এবার ভালো করে মেজে ধুয়ে ফেলুন। দেখবেন, বাসনের সেই আগের সাদা রূপ!

ফ্রুট সল্ট: বদহজমের জন্য অনেকেই ফ্রুট সল্ট খেয়ে থাকেন। আপনার এই হজমিও কাজে আসতে পারে বাসনের হলদে ছোপ দূর করার কাজে। ভেজা বাসনে ফ্রুট সল্ট ছিটিয়ে দিন। ২ মিনিট পর লেবু ঘষে নিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। ব্যস, দাগ দূর!

বেকিং পাউডার: বেকিং পাউডার বা বেকিং সোডা তো ঘরে থাকেই। এটাকেই কাজে লাগিয়ে ফেলুন না দাগ তুলতে! বেকিং পাউডারে পানি মিশিয়ে পেস্ট করে নিন। এতে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। এবার এই মিশ্রণ বাসনের দাগে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

লেবুর খোসা: লেবুর খোসা ভিনেগারে ভিজিয়ে রাখুন। খোসা শুকিয়ে গুঁড়ো করে বাসন মাজার পাউডারের সাথে মেশান। ভেজা বাসনে এই গুঁড়ো মিনিট দশেক মাখিয়ে রাখুন। এরপর আবার বাসন মাজার সাবান বা পাউডার দিয়ে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপদেশ:

হলুদের দাগ সহজে সরানোর জন্য দাগ হওয়ার পর দ্রুত পরিষ্কার করার চেষ্টা করুন।

দাগ দীর্ঘক্ষণ রেখে দিলে তা সরানো কঠিন হয়ে পড়ে।

উপরে উল্লেখিত উপায়গুলো ব্যবহার করার আগে বাসনের নির্মাতার নির্দেশাবলী পড়ে নিন।