বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫

হঠাৎ দেশব্যাপী লোডশেডিং কেন? থাকবে যতদিন

রাইজিং ডেস্ক

লোডশেডিং/প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

বড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সারা দেশে লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিপিডিবি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিংয়ের প্রয়োজন হচ্ছে।

বিপিডিবি আশা করছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এই সাময়িক সমস্যার জন্য বিপিডিবি দেশবাসীর সহযোগিতা চেয়েছে।

আরও পড়ুন