ফেব্রুয়ারি ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫

হঠাৎ চলে গেলেন ইয়েশা সাগর, কারণ জানালেন চিটাগাং কিংস

Rising Cumilla - Yesha Sagar
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের চিটাগাং কিংসের হোস্ট ছিলেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে বেশ আলোচনায় ছিলেন তিনি। ম্যাচের আগে পরে চিটাগাংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি ছিল তার। ইয়াশাকে দেখতে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।

তবে গেল কয়েক দিন ধরেই এই উপস্থাপিকাকে স্টেডিয়াম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম কোথাও দেখা যাচ্ছে না। পরে জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা ছিল। উকিল নোটিশ দিয়েছিল চিটাগাং মালিকপক্ষ। এরপরই চলে যান ইয়েশা।

এদিকে ইয়েশার চলে যাওয়ার প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে চিটাগং কিংসের মালিক সামির কাদের বলেন, ‘আমার সঙ্গে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাহে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’

চিটাগং কিংসের মালিক গণমাধ্যমকে আরও বলেন, ‘তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’