
মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন।
বুধবার (২৬ মার্চ) সকালে কুমিল্লা টাউন হলের শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শ্রীকান্ত দত্ত, সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ (অপূর্ব), সহ-সাধারণ সম্পাদক জাবেদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ দে এবং সাংস্কৃতিক সম্পাদক প্রথমা হাসান মমো সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ বলেন, “২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা এবং লাল-সবুজের পতাকা। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও পতাকা আমাদের গর্ব, আমাদের পরিচয়।”
তিনি আরও বলেন, “আজ স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হলেও আমরা এখনও সেই পরিপূর্ণ স্বাধীনতা পাইনি, যার জন্য ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোন জীবন উৎসর্গ করেছিলেন। স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও সক্রিয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে।”
দীপ্ত দেবনাথ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে একটি সত্যিকারের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন এবং উন্নত রাষ্ট্র গড়ার জন্য সকল সচেতন ছাত্র ও জনতাকে তাদের সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, স্বাধীনতাবিরোধী শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারা মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।
তিনি আরও বলেন, “আসুন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে মিলে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি। স্বাধীনতা চির অমলিন, চির গৌরবের!”
তিনি তার বক্তব্য শেষ করেন “জয় বাংলা! জয় জনতা!” স্লোগানের মাধ্যমে।