অক্টোবর ২৪, ২০২৪

বৃহস্পতিবার ২৪ অক্টোবর, ২০২৪

স্বর্ণের ভরি ছাড়াল ১ লাখ ৪১ হাজার, আজ থেকে কার্যকর নতুন এই দাম

Gold Necklace Set
স্বর্ণের নেকলেস সেট। ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা আজ বুধবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি করা হবে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল এবং ২০ অক্টোবর থেকে সেই দাম কার্যকর ছিল। কিন্তু মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়ার এই সিদ্ধান্ত স্বর্ণ ক্রেতাদের জন্য অপ্রত্যাশিত হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ২৮৩ টাকায়।