সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বিএনপি। সাথে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এ খবর শুধু মিথ্যা নয়, এটা একটি নোংরামি।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যার পর সোনালী ব্যাংকের একটি চেক এবং মির্জা ফখরুল ছবি জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
ক্যাপশনে লেখা হয়, চিকিৎসা জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের নজরে পড়লে তারা এর প্রতিবাদ জানান।
এ নিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চমৎকার নোংরামির উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারে তাদের কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না।
তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে ভেবে-চিন্তে করা উচিৎ। এ ধরনের মানুষদের বলবো, গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য।
উল্লেখ্য, রোববার সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা নিয়ে চিকিৎসা করতে গেছেন সিঙ্গাপুরে। মূলত এ বিষয়টিকেই বিএনপির পক্ষ থেকে গুজব বলা হচ্ছে।