সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ঝটপট বালাচাও রেসিপি: ঘরেই তৈরি করুন সুস্বাদু বালাচাও

ঝটপট বালাচাও রেসিপি: ঘরেই তৈরি করুন সুস্বাদু বালাচাও
ঝটপট বালাচাও রেসিপি: ঘরেই তৈরি করুন সুস্বাদু বালাচাও। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার এলাকার জনপ্রিয় খাবার বালাচাও। এ অঞ্চলের মানুষ চিংড়ির শুঁটকি দিয়ে ভাজা বালাচাও খেতে অনেক পছন্দ করেন। গরম ভাতের সঙ্গে এই আইটেমটি খুবই সুস্বাদু।

চলুন জেনে নেওয়া যাক –

উপকরণ

১. চিংড়ি শুঁটকি ২ কাপ।
২. পেঁয়াজ-কুচি ১ কাপ।
৩. রসুনকুচি আধা কাপ।
৪. শুকনা মরিচ ১০,১৫টি।

(লবণ, ধনেপাতা ও সরিষার তেল পরিমাণ মতো)

পদ্ধতি:

১) সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এবার একই তেলে রসুন কুচি মচমচে বাদামি করে ভেজে তুলে নিন। এবার শুকনা-মরিচ ভেজে নিন। সবশেষে চিংড়ি শুঁটকি মচমচে করে ভাজুন।

২) ভাজার সময় লবণ দিতে হবে। লবণটা বুঝে দেওয়া লাগবে কারণ শুটকিতে লবণ দেওয়া থাকে!এবার বেরেস্তা, রসুন-ভাজা ও মরিচ হাতে ভেঙে ও চিংড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

৩) সবকিছু একটু সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে। অতিরিক্ত আঁচে ভাজলে তিতা হয়ে যাবে।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার বালাচাও।