সবার মাঝে ঈদ আনন্দকে ছড়িয়ে দিতেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরীদেরকে নিয়ে ব্যাতীক্রমধর্মী মেহেদী উৎসব আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সহচরি।
মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশাল নগরীর ত্রিশ গোডাউনে এই মেহেদী উৎসবের আয়োজন করে সংগঠনটি।
এইসময় প্রায় অর্ধশত শিশু ও কিশোরীকে বিনামুল্যে মেহেদী দিয়ে দেয়া হয়।
এসময়, কিশোরীদের সরব উপস্থিতিতে নগরীর ত্রিশ গোডাউন প্রাঙ্গন যেন ঈদ আনন্দে মুখরিত হয়ে উঠে ।
দোয়েল দলের সদস্য রিয়ামনি বলেন, ভীষণ ভালো লাগছে মেহেদী দিয়ে, মনে হচ্ছে ঈদ আজ থেকেই শুরু হয়ে গেছে।
অপর সদস্য জান্নাতুল বলেন, আজকে আমিসহ কলোনীর অনেকেই মেহেদী দিতে পেরেছে,অনেক সুন্দর পরিবেশে আমরা সবাই আনন্দের সাথে মেহেদি দিয়েছি।
সহচরী সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি ফারজানা ফেরদৌস বলেন, আমরা চেস্টা করি বিশেষদিনগুলো এই সুবিধাবঞ্চিত কিশোরীদের সাথে উৎযাপন করতে। সুন্দর সাজসজ্জার সাথে মেহেদী উৎসব এখন বর্তমান সময়ের আনন্দের অনুসঙ্গ বলা চলে। সুবিধাবঞ্চিত কিশোরীদের ও সেই আনন্দ দেয়া চেস্টা করেছি আমরা।
তিনি আরো বলেন, কেউ যখন তার জীবনের গুরুত্ব, দায়িত্ব ও কতর্ব্য বুঝতে পারে তখন যে সমাজের জন্য অবদান রাখতে পারে। এই বঙ্গন্ধু কলোনীর কিশোরীদল দোয়েল এর প্রতিটি সদস্যকে আমরা তেমনি সমৃদ্ধ করে গড়ে তোলার চেস্টা করছি।