বর্তমান সময়ের নায়িকারা নিজেদেরকে আকষর্ণীয় করে তুলতে চেহারার বিভিন্ন সার্জারি করে থাকেন। এ ক্ষেত্রে কেউ সার্জারি বিষয়টি অকপটেই স্বীকার করেন, কেউ বা আবার সেটা চেপে যান। অন্যান্যদের মতো চিত্রনায়িকা তমা মির্জাও সার্জারি করিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। যদিও বরাবরই বিষয়টি অস্বীকার করেছেন তমা। এবার সেই প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
তবে সম্প্রতি দেশের এক গণমাধ্যমে তমা মির্জা বলেন, ‘প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না। বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে ৪০-৫০ লাখ টাকা খরচ হয়। তারপর সেটা মেইনটেইন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সাথে তো একটা ট্যাগ লাগায় দেয় ‘সুগার মামি’, ‘সুগার ড্যাডি’ এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না।’
এই অভিনেত্রী আরও বলেছেন, গুজবের তো মা-বাপ নাই। আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে, আমি প্লাস্টিক সার্জারি করেছি। কিছুদিন আলোচনা হয়েছে, পরিচালকের সঙ্গে প্রেম করছি। সেই পরিচালককে কারো সঙ্গে কাজ করতে দেই না। তার সব কাজ আমিই করি। আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এসবই গুজব।