ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

সিকান্দার রাজা জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক

Sikandar Raza
সিকান্দার রাজা।—ফাইল চিত্র।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) শুক্রবার ঘোষণা করেছে যে সিকান্দার রাজাকে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় সংক্ষিপ্ত ভার্সন টুর্নামেন্টে অংশ গ্রহণের প্রত্যাশা নিয়ে এ পরিবর্তন আনে জিম্বাবুয়ে।

বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ১১তম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। অবশ্য ক্রিকেটের অন্য দুই ফর্মেট টেস্ট এবং ওয়ানডে’র নেতৃত্বে ক্রেইগ আরভিনকেই রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

এদিকে জিম্বাবুয়ের তিন সদস্যের নির্বাচক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে। সাবেক পেসার ডেভিড মুতেন্দেরাকে আহ্বায়ক হিসেবে রেখে দেয়া হলেও তার সাথে নতুন করে যোগ দিয়েছেন হটন ও সাবেক অধিনায়ক এলটন চিগুমবুরা।