জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

সিএনজি করে বিভিন্ন এলাকা ঘুরে ছাগল চুরি করতেন তারা

They used to steal goats by traveling around different areas using CNG
সিএনজি করে বিভিন্ন এলাকা ঘুরে ছাগল চুরি করতেন তারা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া ছাগলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে এলাকাবাসী। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবের বাজার এলাকা থেকে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের পহির উদ্দীনের ছেলে মুন্না ও পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের গোবীন্দপুর গ্রামের আব্দুল গনির ছেলে সাইফুল ইসলাম।

জানা গেছে, গ্রেফতার মুন্না ও সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সিএনজি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুযোগ বুঝে ছাগল চুরি করে আসছিলেন। শুক্রবার রাতে তিনটি ছাগলসহ তারা ভবের বাজার এলাকায় পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় ছাগলসহ তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাগল তিনটি উদ্ধার করে। পরে চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মোঃ রায়হান বলেন, তারা দুজন জয়পুরহাট জেলার তিলকপুর এলাকা থেকে ছাগল চুরি করে পার্বতীপুরে এনেছে। স্থানীয়রা সন্দেহমূলক ভাবে তাদের আটকের পর পুলিশে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।