
আজ ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসার মাসের এই দিনটি বিশ্বে ‘প্রপোজ ডে’ হিসেবে পালিত হয়। পছন্দের মানুষটির কাছে সাহস নিয়ে ভালোবাসা প্রকাশ করার দিন আজ।
অনেকে ভালোবাসেন ঠিকই কিন্তু প্রকাশ করতে পারেন না। তাদের ভাবনায় থাকে অপরপক্ষ কী ভাববে, তার প্রতিক্রিয়া কেমন হবে।
আবার অনেকে অপরপক্ষ আগে মনের কথা প্রকাশ করবেন ভেবে অপেক্ষায় থাকেন। দুজনের একই মনোভাব থাকায় অনেকসময় প্রেমের সম্পর্ক হতে গিয়েও হয় না। ভালোবাসা বা প্রেম মানেই উদারতা আর সাহসিকতা।
তাই এক্ষেত্রে আপনাকে একটু সাহসী হতেই হবে। আর অবশ্যই কিছু ফুল। তবে ফুল দিয়ে ফুল (বোকা) বানানো যাবে না! প্রিয় মানুষকে এই দিনে প্রস্তাব দিয়ে চিরদিনের জন্য নিজের করে নিতে হবে।
আর যদি প্রপোজের পর পছন্দের মানুষ রাজি না হয়; তাহলে হয়তো রাগ হয়ে আপনার দেয়া ফুল আপনার মুখেই মেরে রেগেমেগে চলে যাবেন, এতে আপনার নাক ভাঙবে না!
প্রপোজ ডে-র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে যুক্ত, যা প্রেম এবং রোমান্স উদযাপনের জন্য পরিচিত। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপে প্রেমিকরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিতো বলে জানা যায়।