মে ১৪, ২০২৫

বুধবার ১৪ মে, ২০২৫

সার মজুতের জন্য দুই জেলায় ২টি গুদাম নির্মাণের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নেত্রকোনা এবং ময়মনসিংহে দুটি সার মজুতের গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দুটি গুদাম নির্মাণে মোট খরচ হবে ১১৬ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ২০০ টাকা। এই প্রকল্পের মাধ্যমে নেত্রকোনায় ১০ হাজার মেট্রিক টন এবং ময়মনসিংহে ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার দুটি বিশাল স্টিলের তৈরি বাফার গুদাম তৈরি করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ শীর্ষক একটি বৃহত্তর প্রকল্পের অংশ হিসেবে এই দুটি গুদাম নির্মিত হচ্ছে। আজকের বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেত্রকোনা ও ময়মনসিংহের গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হলে, উপদেষ্টা পরিষদ কমিটি বিস্তারিত পর্যালোচনা শেষে তাতে সম্মতি জানায়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই গুদাম নির্মাণের কাজটি উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি)-র সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এআইএল এবং এসসিএল যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

আরও পড়ুন