জুলাই ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ জুলাই, ২০২৫

এখন থেকে ৫ আগস্ট সাধারণ ছুটি, জারি হলো প্রজ্ঞাপন

Rising Cumilla - govt
ছবি: সংগৃহীত

প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই দিনটিকে সাধারণ ছুটি হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে সারাদেশে প্রতি বছর এই দিন সরকারি ছুটি থাকবে।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, উক্ত তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন