বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সাজেকে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Tourist bus falls into ditch in Sajek-Khulna University student killed, 12 injured
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২

রাঙ্গামাটির সাজেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিক্ষা সফর শেষে ফেরার পথে খাগড়াছড়ি থেকে সাজেকের দিকে আসা পর্যটকবাহী চান্দের জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নারী শিক্ষার্থী রিংকি মারা যান। নিহত রুবিনা আফসানা রিংকি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের শিক্ষার্থী।

খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন নিহত শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করেছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 

আরও পড়ুন