ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

সাকিব, লিটন, মুস্তাফিজকে ছেড়ে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি

Shakib, Liton, Mustafiz
মুস্তাফিজ, সাকিব এবং লিটন। ফাইল ছবি

আইপিএলের এবারের নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১০০ কোটি রুপির বাজেট পাবে। গত বছর ছিল ৯৫ কোটি রুপি। এবারই প্রথম ভারতের এই টি ২০ টুর্নামেন্টের নিলাম বিদেশে হচ্ছে।

নিলামের আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ধরে রাখেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কলকাতা নাইটরাইডার্স ছেড়ে দিয়েছে সাকিব আল হাসান এবং লিটন দাসকে। দিল্লি ক্যাপিটালসও মোস্তাফিজুর রহমানকে এবার ধরে রাখেনি।

এদিকে, ৬ জানুয়ারি শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় পিছিয়ে যেতে পারে বিপিএল। নির্বাচনের কারণে বিপিএলের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তন হতে পারে।